মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৬:৫০ পিএম

অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

"ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে বুধবার বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এরপর সরকারি হরগঙ্গা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। 

এছাড়া জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে এতে আরও হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা,সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান সহ আরও অনেক। 

এ সময় জেলার শ্রেষ্ঠ ৩ জন মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ফয়সাল বিপ্লব ও জেলা প্রশাসক আবু জাফর রিপন।

মন্তব্য করুন