মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৭:১৯ পিএম

অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে দুই শিশু ও এক নারী আহত

ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘেশ্বরে পাগলা কুকুরের কামড়ে একই বাড়ির তিনজন আহত হয়েছে। এদের মধ্যে মহিতুন নেছা বেশি আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে দিকে উপজেলার মহাখালী ইউনিয়নের বাঘেশ্বর দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সদর উপজেলার বাঘেশ্বর গ্রামের জিয়াউল ঢালীর ছেলে জিসান ঢালী (৮), একই বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মেহতাব (৭) ও দেওয়ান বাড়ির কাদের দেওয়ানের স্ত্রী মুহিতুন নেছা (৬৫)। তাদের তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পরিবার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের সদর উপজেলার বাঘেশ্বর দেওয়ান বাড়িতে উঠানে সাইকেলের উপরে বসে মোবাইলে চালাচ্ছিলেন জিসান ও মেহতাব। তখন হঠাৎ করে রাস্তার একটি পাগলা কুকুর জিসানের পায়ে কামড় দিয়ে সাইকেল থেকে টেনে হেঁচড়ে  নামিয়ে আরও একটি কামড় দেয়। পরে সাথে থাকা মেহতাবকে দুইটি কামড় দেয়। এমন সময় মহিতুন নেছা তাদেরকে বাঁচাতে আসলে শরীরে বিভিন্ন স্থানে চারটি কামড় দেয়। পরে তাদের চিৎকারে শুনে বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে। 

পরিবারের সহযোগিতায় তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডা. প্রান্ত সরদার তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এসময় তিনি জানান, তিনজনের মধ্যে দুইজন শিশু ও একজন বৃদ্ধা। তাদের তিনজনের মধ্যে মহিতুন বেশি আহত হয়েছে। তাদের তিনজনকে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন