
প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মিত্র হিসেবে পরিচিতি জামায়েত ইসলামী নিষিদ্ধের বিষয় নিয়ে এখনই কোন মন্তব্য করে চায় না দলটি।
এই বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাইলে রূপালী বাংলাদেশকে বলেন, দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে জানানো হবে প্রতিক্রিয়া।
তিনি বলেন, মাত্রতো নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলো, আমাদের একটা দলীয় ফোরাম রয়েছে সকলের সাথে কথা বলে তারপরই জানানো হবে বিএনপির প্রতিক্রিয়া। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়।
জামায়েত ইসলামি বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসবকথা বলেন।
যদিও এর আগে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, কোটা আন্দোলন থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে সরকার। মানুষের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকারের এটি একটি নতুন প্রকল্প।
জামায়াতকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য-প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ-সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ (কোটা সংস্কার আন্দোলনে) ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল।
২০০১ সালে জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট গঠন করে ক্ষমতায় এসেছিল বিএনপি। তারপর ২০ দলীয় জোট করলেও হালে পানি পায়নি এই জোট। টানা ৪ চতুর্থ দফায় রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ। এর মধ্যে অনেক টানাপোড়েনের মধ্যে রাজনৈতিক পথ পাড়ি দিয়েছেন বিএনপি ও জামায়েত। ভেঙ্গেছে ২০ দলীয় জোট। এক মঞ্চে দুই দলকে কর্মসূচীও পালন করতে দেখা যায়না।
ভেঙে দেওয়া ২০ দলের অন্য শরিকেরা জামায়াতকে বাদ দিয়ে নতুন জোট করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়।এ দলগুলোর সঙ্গে বিএনপি দ্বিপক্ষীয় সভা-মতবিনিময় করে সম্পর্ক রক্ষা করে চললেও জামায়াতকে এড়িয়ে চলছিল দীর্ঘদিন ধরেই।
মন্তব্য করুন