
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার, ২০২৪, ০১:০০ এ এম
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৩ দিনেও স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার উনশিয়া গ্রামে ধর্ষণের শিকার হন কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডেল এর নবম শ্রেণির (১৭) এক স্কুল ছাত্রী।
মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের ফকর উদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২২) কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডল স্কুলের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং ঘটনার দিন রাতে মামলার প্রধান আসামি রাব্বি মোল্লা বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে তার ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিক্ষার্থী অসম্মতি জানালে প্রধান আসামি রাব্বি মোল্লার সহযোগী রুবেল মোল্লা, রাহেলা বেগম ও নিলুফা বেগম তাকে প্রচণ্ডভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্হানে যন্ত্রণাদায়ক নিলা ফুলা জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আসামিরা খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে তাকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। পরে স্হানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই নাম্বার আসামি রুবেল মোল্লাকে গ্রেপ্তার করলেও এখনো প্রধান আসামি রাব্বি মোল্লাকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশায় রয়েছেন মামলার বাদী। তিনি বলেন, পুলিশ মাত্র একজন আসামি আটক করেছে। মামলার বাকি আসামিরা এলাকায় থাকলেও এতো দিনে প্রধান আসামিসহ অন্য কোনো আসামিদের আটক করতে পারেনি। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন