প্রকাশিত: ২০ ডিসেম্বার, ২০২৪, ০৫:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

নওগার ধামইরহাটে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরন করেন ইউএনও

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থ এতিম ৩০জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় উপজেলা চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনছুর আলী, মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলাম,  উপস্থিত ছিলেন। পরে ধামইরহাট বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরো ৫০জন অসহায় দুস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে উপজেলার অসহায় দুস্থ শিশু ও পথচারীদের মাঝে সর্বমোট ৫শত ৫৮টি কম্বল বিতরণ করা হবে। শীতার্ত কোন মানুষ যেন শীতে কষ্ট না পেয়ে থাকে সে জন্য উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

 

মন্তব্য করুন