
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এর নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়ন শাখার আয়োজনে সমাবেশ ও কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মজির উদ্দিনকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
গতকাল শিবপুর স্কুল মাঠে ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী ও পত্নীতলা উপজেলা শাখার সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে (পত্নীতলা-ধামইরহাট) আসনের পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কার সম্ভাব্য এমপি প্রার্থী প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন