প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:২৭ পিএম

অনলাইন সংস্করণ

শেরপুরের শ্রীবরদীতে  ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

 

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর  প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ  জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯ টার দিকে শ্রীবরদী পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতের রাজনীতিতে  যোগদান করেন। আব্দুল মুন্নাফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি জনসম্মুখে জামায়াত ইসলামি শেরপুর জেলা আমিরের কাছে সমর্থক ফরম পূরণ করে জমা দেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আঃ রহমান, শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো.  শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম প্রমুখ। এব্যাপারে মো. আব্দুল মুন্নাফ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগঠনের শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। 

বিষয়টি জানাজানি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শনিবার (১৯ এপ্রিল) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল মুন্নাফকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। একই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুন্দর আলীকে স্থায়ীভাবে বহিস্কার করেন।

 

মন্তব্য করুন