প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:২৯ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা



মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেকহোন্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন পরিচালক কামরুল হাসান এনডিসি, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একিভূত শিক্ষা ও প্রাক- প্রাথমিকের উপপরিচালক জয়নাল আবেদীন, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুবুল আজাদ ও শাহানাজ পারভীনের সঞ্চালনায় মতবিনিয় সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্, মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম স্বাধন, প্রধান শিক্ষক দেলনুর হোসেন ও শিক্ষকবৃন্দরা।

মন্তব্য করুন