
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
ছয় দফার বাস্তবায়ন দাবি ও সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পড়ে মিছিল করেছে নরসিংদীর সরকারি-বেসরকারি সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের পর মিছিলটি নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে মহাসড়কের সাহেপ্রতাপে গিয়ে শেষ হয়। সারাদেশের সাথে এক যোগে নরসিংদীর সকল সরকারী-বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই কাফন মিছিলে ।
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার প্রতিবাদ করে এসময় শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষণ করে তারা এই ছয় দফা দাবি জানিয়ে আসছে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন সহ মোট ৬ দফার মেনে নিতে হবে। অচিরেই তাদের দাবি মেনে নিতে কর্তৃপক্ষ ব্যর্থ হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
মন্তব্য করুন