
প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
পুরনো মোটর সাইকেল থাকা সত্বেও একটি নতুন মোটর সাইকেল কিনে দেয়ার দাবীতে এক গুনধর পুত্র নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বাড়ীর একটি পোল্ট্রিফার্ম ও বসত বাড়ীর একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।ঘটনাটি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা তারাকান্দী গ্রামে।
জানা যায়,মনোহরদীর লেবুতলা গ্রামের কামাল মিয়ার বখাটে পুত্র জুনায়েদ (১৪) পিতার কাছে একটি নতুন মেটর সাইকেল কিনে দিতে ২/৩ মাস ধরে চাপ সৃষ্টি করে আসছিলো।তার পুরাতন একটি মোটর সাইকেল থাকার পরও নতুন মোটর সাইকেল কিনে দিতে পিতা অপারগতা প্রকাশ করেন।এতে ক্ষিপ্ত জুনায়েদ রবিবার সন্ধ্যায় তাদের নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।আগুনে বাড়ীর একটি পোল্ট্রি ফার্ম ও বাড়ীর রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাড়ীর একটি বসত ঘরেরও আংশিক ক্ষতিগ্রস্থ হয়।পরে লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনেন।এ ব্যাপারে পিতা কামাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুত্র জুনায়েদ কুসংসর্গে পড়ে পথভ্রষ্ট হয়ে পড়ে এ রকম করেছে।
মন্তব্য করুন