প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:০৬ পিএম

অনলাইন সংস্করণ

মাওলানা রইস উদ্দিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন : জাতীয় মানবাধিকার সমিতি



বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এক বিবৃতিতে গাজীপুরে তুরুন আলেম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এবং দোষি ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানিয়ে বলেছেন, ‘২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা দিবালোকের মত ‘স্পষ্ট’। তবুও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো দোষি ব্যক্তিদের গ্রেফতার না করা উদ্বেগজনক।’

বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই কথা বলেন।

তারা বলেন, ‘গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রæত দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলায় মাওলানা রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’  

তারা আরো বলেন, দেশে আজ মবের রাজত্ব কায়েম করা হয়েছে। যার ফলে খুন, দর্শন, চুরি, ডাকাতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। যা দেশ ও রাষ্ট্রের জন্য শুভ বিষয় নয়। ভিন্ন মতের কিছু হলেই দুষ্কৃতিকারীরা একটা কমন ইস্যু দাড় করিয়ে দেয় পতিত ফ্যাসিবাদের দোষররা। এই অবস্থা চলতে দেয়া যায় না। এ অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন