
প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে স্ব-স্ব শ্রমিক সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে স্ব-স্ব কার্যালয় থেকে কালো ব্যাজ পরিধান করে র্যালী সহ শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও দোয়ার মাহফিল শেষে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন পলি'র নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিলটি নজিপুর সরদারপাড়া মোড় হতে নজিপুর পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোকছেদুল হক সিরি, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম,
যুবদলের নেতা বায়োজিত রায়হান শাহীন, মিজানুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন