
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় এই সমাবেশ অভূতপূর্ব জনসমুদ্রে পরিণত করা সম্ভব হয়েছে।ওই সমাবেশে সব পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে তারুণ্যের সমাবেশকে সাফল্যমণ্ডিত করেন।’
শনিবার বিকেলে ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মীর হেলাল বিশেষভাবে ধন্যবাদ জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার তামিম ইকবালকে সমাবেশটিতে তরুণদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
তিনি সর্বস্তরের জনগণ, পুলিশ প্রশাসন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট, পেশাজীবীসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন