
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলায় শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা' কর্তৃক আয়োজিত ওই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা মহিলা সংস্থা কর্মকর্তা আমিনুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার রজত কান্ত, হাঙ্গার প্রজেক্ট'র এলাকা সমন্বয়কারী আছির উদ্দিন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর কবির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ ২৪'র জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও পরিবারের সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন