প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫, ০৭:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

মসজিদের বিদ্যুৎবিল মওকুফ চেয়ে ছাত্রঅধিকার নেতার আবেদন

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁঃ

উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবি জানিয়ে ইএনও বরাবর আবেদন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে গণঅধিকার পরিষদের এক ছাত্রনেতা। ওই আবেদনটি পত্নীতলা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের ছাত্রনেতা মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত বুধবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার বরাবর  আবেদন করেন।  

আবেদনে তিনি লিখেন- মসজিদসমূহ মুসলমানদের ইবাদত ও ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এছাড়া সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ হয়ে থাকে মসজিদের অবদান অনস্বীকার্য। বর্তমানে এসব মসজিদের পরিচালনা সাধারণত স্থানীয় সহায়তায় হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিল সহ অন্যান্য ব্যয়ভার বহন করা স্থানীয় কমিটির জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছে। এমতাবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠার পবিত্রতা ও শৃঙ্খলা কার্যক্রম বজায় রাখতে মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করা গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। 

পত্নীতলা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলামের এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্বাগত জানিয়েছে।

এ বিষয় জানতে চাইলে ছাত্রনেতা মোমিনুল ইসলাম 'আমার দেশ'কে বলেন, 'আমি বিশ্বাস করি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের আত্মিক ভিত্তি। বিদ্যুৎ বিলের বোঝা কমানো গেলে এসব প্রতিষ্ঠান আরও সুশৃংখলভাবে পরিচালিত হবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি কারো উপকারে আসে সেটাই আমার প্রাপ্তি।'

মন্তব্য করুন