প্রকাশিত: ২ আগষ্ট, ২০২৫, ১১:৩৭ এ এম

অনলাইন সংস্করণ

যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস পালন

আনোয়ার হোসেনঃ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলা শাখার আয়োজন এ জুলাই-আগস্টের অভ্যুত্থান স্মরণে ‘মার্চ ফর জাস্টিস’ পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরের সময় আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শান্তিপূর্ণ পদযাত্রা বের হয়ে।  জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এই সময়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ দাস।

বক্তাগন বলেন, আমরা সকলে যার যার অবস্থান থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। যে কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে সকল ন্যায় বিচার প্রাপ্তির অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ২০২৪ইং সালের এই দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠায়, নাগরিক অধিকার রক্ষা এবং দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা পুলিশি বাধা উপেক্ষা করে যশোর রাজপথে নেমেছিলাম। সেইদিনটা স্মরণেই এ শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন,যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ইসহক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলার সদস্য বোরহান উদ্দীন জাকির,এম. নুরুজ্জামান খান, মোঃ নূর আলম পান্নু, মোঃ ইলিয়াস তোতা, মোঃ জুলফিকার আলী জুলু, মোস্তফা কামাল মিন্টু, মাহাবুবুর রহমান, আব্দুর রাজ্জাক, সুদীপ্ত ঘোষ সহ প্রমুখ।

মন্তব্য করুন