প্রকাশিত: ৫ আগষ্ট, ২০২৫, ০৮:৩০ পিএম

অনলাইন সংস্করণ

নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে শিগগিরই ইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

 

সদরুল আইনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেবেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সরকারের একাধিক সূত্র জানিয়েছে।

তবে সূত্রগুলো জানিয়েছে, আজকের ভাষণে প্রধান উপদেষ্টা সরাসরি নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করবেন না। কারণ, সংবিধান অনুযায়ী এ দায়িত্ব নির্বাচন কমিশনের। 

প্রধান উপদেষ্টা কেবল কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত তফসিল ঘোষণার পরামর্শ সংবলিত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন।

 

মন্তব্য করুন