
প্রকাশিত: ৯ আগষ্ট, ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ ইব্রাহিম প্রতিনিধি সেনবাগ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী ফোরলেইন মহাসড়কের কল্যান্দী বাজার এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও পার্শ্ববর্তী উত্তর শাহাপুর গ্রামের বাসিন্দা মো. শরীয়ত উল্লাহ মিয়া (৭৬) নিহত হয়েছে।
স্থানীয় লোকজন ও মৃতের পরিবার সূত্রে জানায়, শনিবার বিকেলে ফেনী- নোয়াখালী ফোর লেইন মহাসড়কের উপজেলার কল্যান্দী বাজারে মসজিদে আসরের নামাজ শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রতগতির একটি মোটরসাইকেল শরীয়ত উল্লাহ মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনীর দাগনভুইয়ার একটি প্রাইভেট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি )এসএম মিজানুর রহমান বলেন, তিনি বিষয়টি স্থানীয় সাংবাদিকদের থেকে শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ করেনি।
মন্তব্য করুন