
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার, ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি
বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৬ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে।
১৯ আগস্ট আনুমানিক ভোর ৫ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ কর্তৃক ভোর রাতে ভারত হতে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে। বিজিবির টহল দল কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত উক্ত নাগরিকদেরকে সীমান্ত এলাকা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের ঠিকানা নিম্নরুপঃ (ক) মোঃ মোতালেব শেখ (৪৫), (খ) মোঃ শফিকুল ইসলাম (৩৫), (গ) মোঃ মজনু বিশ্বাস (৪৮), (ঘ) মোঃ নয়ন খাঁ (২৫), (ঙ) মোঃ মুকুল শেখ (২৫), (চ) মোঃ মৃধুল শেখ(২০), (ছ) মোঃ সামির (১১), (জ) মোছাঃ বিনা খাতুন (২৯), (ঝ) মোছাঃ মিম (০৮), (ঞ) মোছাঃ মরিয়ম খাতুন (১০), (ট) মোছাঃ রোজিনা খাতুন (১৮), (ঠ) মোছাঃ মিরা খাতুন (৮ মাস), (ড) মোছাঃ এলিনা খাতুন (২৮), (ঢ) মোছাঃ জান্নাতুল সরকার (১০), (ণ) মোছাঃ জোছনা বেগম (৫০) জেলাঃ নাটোর এবং (ত) মোঃ মিরাজ শেখ (১৮), জেলা-পাবনা। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পত্নীতলা থানা পুলিশ কর্তৃক উল্লেখিত থানার সাথে যোগাযোগ করতঃ স্থানীয় চেয়ারম্যান ও তাদের আত্নীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিকতা নিশ্চিত পাওয়া যায়। পরবর্তীতে পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সর্বদায় অঙ্গিকার বদ্ধ।
মন্তব্য করুন