
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার, ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
গতকাল বুধবার (১৭ই সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের তেতুলিয়া এলাকা থেকে ডলারগুলো উদ্ধার করা হয়েছে।
ওই দিন রাতে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকের নির্দেশনায় বিজিবির একটি টহল দল অভিযানে। এই সময়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যাই। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের নোটের তিনটি বান্ডিল, মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করে বিজিবি টহল দল ।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মার্কিন ডলারের বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। আদালতের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে জব্দ ডলার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার হবে বলে জানান।
মন্তব্য করুন