প্রকাশিত: ২০ সেপ্টেম্বার, ২০২৫, ০১:২৩ পিএম

অনলাইন সংস্করণ

যশোরের কেশবপুর টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

 

আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ 

যশোর কেশবপুরে গতকাল (১৮ই সেপ্টন্বর) বৃহস্পতিবার টিসিবির পণ্য না পেয়ে কার্ড ধারীরা সড়ক অবরোধ করে। অবরোধের সময় সড়কের দুপাশে যাত্রীবাহী অসংখ্য গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়েন সাধার চলাচলকারীরা।

গত দুই দিন আগে পৌরসভা থেকে মাইক যোগে ঘোষণা দেওয়া হয় শহরের পুরাতন  বাসস্ট্যান্ডে ডিলার আব্দুল বারিকের গোডাউনে টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হবে। গত বৃহস্পতিবার সকাল থেকে ডিলারের গোডাউনের সামনে ভিড় বাড়তে থাকে। সকাল ৯ টা থেকে পণ্য দেওয়া শুরু হলে কার্ডধারীদের চাপওবাড়তে থাকলে। ৬০৫ টি কার্ডের পণ্য দেওয়া পর ডিলার আব্দুল বারিক আর পণ্য নেই বলে গোডাউন বন্ধ করে বাড়িতে চলে যান। পণ্য না পেয়ে দুপুরের সময় প্রায় চারশত কার্ডধারী গোডাউনের সামনে যশোর টু চুকনগর সড়ক অবরোধ করে। এই সময়ে সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। বেলা বাড়তে থাকলে অবরোধকারীদের সংখ্যাও বাড়তে থাকে।

বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরীফ নেওয়াজ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ক্ষুব্ধ  কার্ডধারীদের সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, কার্ড থাকা সত্ত্বেও যারা পণ্য পাননি তারা পৌরসভায় গিয়ে তথ্য দিলে তালিকা অনুযায়ী  এক সপ্তাহের মধ্য টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে জানান।

টিসিবির ডিলার  আব্দুল বারিক বলেন, তাকে ১, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৬০৫টি কার্ডধারীর ভেতর পণ্য বিতরণের জন্যে মালামাল দেওয়া হয়। ৪৬০ টাকা মূল্যের এই পণ্যের প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল ২ লিটার তেল। কিন্তু বেলা সাড়ে ১২টার দিকে ৬০৫টি কার্ডের পণ্য কার্ডধারীদের মাঝে বিতরণ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ওই ডিলারের কাছে ৬৩০টি কার্ডের পণ্য কম এসেছে। যারা পণ্য পাননি তাদেরকে দ্রুত পণ্য দেওয়া হবে বলে জানান।

মন্তব্য করুন