রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামি মো: হৃদয় ওরফে সোহেল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া মো: রেন্টুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সোহেলের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র শাহমখদুম থানায় মুলতবি ছিল। সোহেলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি সোহেল তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশ  ২০শে মার্চ ২০২৪ (১৯শে মার্চ দিবাগত) রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি সোহেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন