বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪, ১২:৪০ পিএম

অনলাইন সংস্করণ

হাতকড়া নিয়ে পালিয়েও ধরা, চার পুলিশ বরখাস্ত

ছবি: রূপালী বাংলাদেশ

চোর সন্দেহে আটকের পর পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যায় দুই আসামী। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বগুড়া উপশহর ফাঁড়ি থেকে হাতকড়া অবস্থায় পালানো দুই আসামীর মধ্যে একজনকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপশহর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন। তাদেরকে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

সোমবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ। হাতকড়া অবস্থায় পালানো দুইজনের মধ্যে একজনকে গ্রেপ্তারের পর পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।  

জানা গেছে, শনিবার (২৩ মার্চ) বগুড়া সদরের নিশিন্দারা এলজিইডি অফিসের সামনে জনগণের হাতে চোর সন্দেহে আটক হওয়া মোহাম্মদ আলী (২৮) ও মিঠু মিয়া ওরফে ফারুক (২২) নামের দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপশহর পুলিশ ফাঁড়িতে রাখে। সকালে কৌশলে সেখান থেকে তারা পালিয়ে যায়৷ পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে মোহাম্মদ আলীকে আদমদিঘী উপজেলা থেকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। পলাতক অপর আসামী মিঠু মিয়াকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। 

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সুপারের আদেশে  চার পুলিশকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পলাতক মিঠু মিয়া ও পুনরায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলীর নামে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ বাদী হয়ে মামলা করেছেন।

মন্তব্য করুন