মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০১:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে মহান স্বাধীনতা পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

প্রত্যুষ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন। দ্বিতীয় পর্বে মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা অডিটোরিয়াম স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ।

বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধহত শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন কর্মসূচী।

উপজেলা অডিটোরিয়াম স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন, নরসিংদী -৪ মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম ভূঁইয়া (পিপিএম) সহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এস. ইকবাল আহমেদ, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, বীর মুক্তিযুদ্ধা মতিউর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পাটি, উপজেলা বিএনপি, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, মনোহরদী উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন।

মন্তব্য করুন