
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ০২:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টিতে ধাক্কার পর ওয়ানডেতে ভালোভাবে ঘুরে দাঁড়ালেও সিলেট টেস্টে শ্রীলংকার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় ছেলেখেলা করেই টিম টাইগার্সকে হারিয়েছে লংকানরা। লংকানদের ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২৮ রানের পরাজয় বরণ করেছেন নাজমুল হোসেন শান্তর দল।
শনিবার (৩০ মার্চ) শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগাররা পাবে না তাদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।
জরুরি ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যেতে হচ্ছে হাথুরুসিংহেকে। বুধবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরুসিংহের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, ‘বিসিবি সম্মানের সঙ্গে সকল স্টেকহোল্ডারদের অনুরোধ করছে এই সময়ে হাথুরুসিংহের প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা ও সহানুভূতি প্রদান করার জন্য।’
আগামী ৩০ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। সিলেটে হওয়া প্রথম টেস্ট ৩২৮ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের উড়িয়ে সিরিজে এগিয়ে আছে লঙ্কানরা।
মন্তব্য করুন