ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৪:০৬ পিএম

অনলাইন সংস্করণ

সরাইলে ছুরিকাঘাতে হোন্ডা মেকানিক নিহত, আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বড্ডাপাড়া(উঃ) কুমারপাড়া মোশারফ এর অটো গ্যারেজের পাশে রাস্তার উপর ২৯শে মার্চ ২০২৪ইং শুক্রবার রাত দশ ঘটিকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে (ঘাই) লাল খাঁ (সারোয়ার) (২৩) হুণ্ডা মেকানিস নিহত

জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বোধল ইউপিস্হ খাঁটি হাতা গ্রামের (পুর্ব পাড়া) আবুল কালাম এর ছেলে লাল খাঁ (সারোয়ার) হত্যাকান্ডে সরাসরি জড়িত ঘাতক জসিম জনতার হাতে আটক। পরবর্তী পুলিশের কাছে হস্তান্তর ।

হত্যাকারী সরাইল উপজেলা হাফিজ টুলা গ্রামের নুর মিয়ার ছেলে জসিম বলে জানা যায় । জসিম এর সাথে হত্যাকাণ্ডে জড়িত বাকি সহযোগীরা পলাতক । ঘটনাস্থল থেকে পুলিশ জসিমকে গ্রেফতার করে ।

মন্তব্য করুন