রুপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৭:৩০ পিএম

অনলাইন সংস্করণ

প্রাইম ইউনিভার্সিটিতে জলবায়ু শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

দুর্যোগ মোকাবেলা এবং তার পরবর্তী প্রস্তুতির বিষয়ে সরকার সবসময় সক্রিয় রয়েছে। এর ফলে বর্তমানে দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হয়েছে।
‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরবর্তী জরুরি অবস্থায় করণীয় পদক্ষেপ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান এ কথা বলেন।


তিনি আরো বলেন, যুবসমাজকে  দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত করতে  বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
রাজধানীর মিরপুরে অবস্থিত বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি ডেভলপমেন্ট ফর পিস এই আলোচনাসভার আয়োজন করে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার মো: হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান।


অনুষ্ঠানে মূল বক্তা পর্তুগালের ইউনিভার্সিটি অফ কোইস্ট্রা’র আর্টস এন্ড হিউম্যানিটিজ ফ্যাকাল্টির অধ্যাপক ড. ফাতিমা ভেলেজ ডি কাস্ট্রা তার বক্তৃতায় বিভিন্ন দুর্যোগের জন্য জরুরী কার্যক্রম এবং যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া গ্রীন ইন্ডাস্ট্রি এবং ইকো ফ্রেন্ডলি টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব আরোপ করেন তিনি।


প্রাইম ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির শিক্ষা ক্ষেত্রে দুর্যোগ মোকাবেলায় পূর্ণ সচেতনতা এবং সে সম্পর্কিত প্রস্তুতি শিক্ষাক্রমে যুক্ত করার আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন