
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০২:১৪ এ এম
অনলাইন সংস্করণ
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল। মসজিদটিতে আয়োজিত মাফফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন লন্ডনের স্টেপনি শাহজালাল মসজিদের খতিব শায়েখ তাজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবেও বয়ান পেশ করেন পর্তুগাল মার্তিম মনিজ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ মুহাম্মদ কবির হোসাইন। আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বার্সেলোনার ব্যবসায়ী, সামাজিক, সাংবাদিক ব্যক্তিবর্গ ছাড়াও প্রায় দু'শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি মসজিদটি ফি-হোল্ড করার জন্য উপস্থিতি থেকে আর্থিক অনুদান উত্তোলন করেন।
মাহফিলের সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজাদ আবুল কালাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনা মুসলিম কম্যুনিটির সভাপতি ওয়াহিদুর রহমান শিপলু, সাধারণ সম্পাদক কাওসার হাসান, মুকিত খান, বিলাল আহমদ ফারুক প্রমূখ। ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন শায়েখ তাজুল ইসলাম।
মন্তব্য করুন