
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ১০ গ্রামের ৫ হাজার দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে রোকেয়া অ্যগ্রো ফার্ম।
গতকাল রোববার উপজেলার ধনপুর ইউনিয়নের রাজনগর গ্রামের কৃতি সন্তান ও রোকেয়া অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী অসহায়দের হাতে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেন।
গ্রামগুলো হলো-ধনপুর, কাটাখালি, চরগাঁও, ইসলামপুর, রাজনগর, দুধপুর, গোলগাঁও, লীরপাড়, মেরুয়াখলা ও মহুরা।
এ সময় উপস্থিত ছিলেন তার বড় সন্তান ভাইয়া গ্রুপের পরিচালক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম
হাকিম মো. হযরত আলী বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা হাওড়ের কাদা মাটিতে। আমি এ এলাকার অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছি কোনো কিছুর বিনিময়ে নয়। বিভিন্ন সময় যেমন ঈদ আসলে আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষকে সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করি। শীত ও দুর্যোগেও আমার কার্যক্রম অব্যাহত ছিল।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাড়াঁনোর আহবান জানান।
মন্তব্য করুন