দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

দুর্গাপুরে আদিবাসী নেতা হত্যায় প্রতিবাদ সভা

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা শাখার সদস্য,আদিবাসী নেতা কমরেড সত্যবান হাজং এর ১৮ তম হত্যা দিবস উপলক্ষ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এ দিবস পালিত হয়।

সভায় উপজেলা আদিবাসী ইউনিয়ন কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে ও  সহ-সাধারণ সম্পাদক চিনু রেমার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা কমরেড ডা. দিবালোক সিংহ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার,সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান,রাশি মণি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজং, আদিবাসী ইউনিয়নের নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, ছাত্র ইউনিয়ন সভাপতি নুর আলম খান,  আদিবাসী নেতা জীতেন্দ্র হাজং,পার্বতী রিছিল, অন্তর হাজং, সত্যবান হাজং এর বাবা তুশীল হাজং সহ সিপিবি ও আদিবাসী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কমরেড সত্যবান বাংলাদেশের হাজং সম্প্রদায়ের অধিকার আন্দোলনে সংগ্রাম করে গেছেন। তার সংগ্রামের সাফল্যে ঈর্ষানিত হয়ে কুচক্রী মহল তাকে আজ থেকে ১৮ বছর পূর্বে এই দিনে নির্মম ভাবে হত্যা করেছে। এই উদীয়মান নেতা হত্যাকান্ড আমাদের আজো কাঁদায়, তার স্মৃতিকে ধরে রাখতে এলাকার সকল আদিবাসী নেতা-কর্মীদের এক হয় কাজ করার আহবান জানানো হয়।

মন্তব্য করুন