ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ মে, ২০২৪, ০৬:০০ পিএম

অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচন

ভোলায় প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

ছবি : সংগৃহীত

উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচনী প্রচার প্রচারণা। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে জেলার সদর উপজেলা, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচন। বৃহস্পতিবার (২ মে) নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে বেশ জোরেশোরে নেমেছেন ভোলার তিন উপজেলার ৩৭ জন প্রার্থী।তারা প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প স্থাপন করে শুরু করেছেন জনসংযোগ। ভোলার তিনটি উপজেলার নির্বাচনী এলাকায় ঝুলছে প্রার্থীদের পোস্টার। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন রাস্তা-ঘাট। 

বৃহস্পতিবার প্রতীক পেয়েই পরদিন শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

ভোলা সদর উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ৬ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দৌলতখান উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বোরহানউদ্দিন উপজেলায় ৪ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বৃহস্পতিবার (২ মে) প্রতীক পাওয়ার পর বিকেলে সদর উপজেলায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডে মতবিনিময় সভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। একইভাবে প্রচারণা শুরু করেছে চেয়ারম্যানপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন (আনারস)। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা এই দুই প্রার্থীর পক্ষে তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভক্তি হয়ে পড়েছেন।

যদিও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

পোস্টার টানানো ও নিয়ম মেনে মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও হোটেল-রেস্টুরেন্টগুলো সরগরম। এলাকায় বইছে নির্বাচনী আমেজ। ভোটারদের দাবি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

ভোলা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, উপজেলা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।

মন্তব্য করুন