
প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়া শেরপুরের বরিতলী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ সময় একটি এলিভেট্রর ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গতকাল ১০ মে (শুক্রবার) বিকল সাড়ে ৪ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের বরিতলী এলাকায় বাঙালি নদী থেকে অবধভাবে বালু উত্তােলন করে বিক্রি করে আসছিলেন ওই এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। এরই গােপন সংবাদ পেয়ে ১০ মে শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রজাউল করিম। এ সময় এলাকাবাসীর দেয়া তথ্যমতে বরিতলী গ্রামের মাে. জেল হােসনের ছেলে মাে. মুনাফ হােসেন ও গজারিয়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আবু বক্কর এর বিরুদ্ধ একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় বালু উত্তালন কাজে ব্যবহৃত এলিভ্রেটর ও ড্রেজার মশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।
এলাকাবাসীরা জানায়, শুধু উল্লখিত ২ জন নয়, বরিতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়র শিক্ষক মাে. শহিদুল ইসলাম, কামাল হােসাইন সহ আরাে বেশ কয়েকজন এই কাজের সাথে জড়িত রয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম বলেন, গােপন সংবাদের ভিত্তিতে বরিতলী গ্রামে অভিযান চালিয়ে বালু উত্তােলন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়েছে এবং দুই জনের বিরুদ্ধ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অবৈধ বালু উত্তােলনের সাথে আরাে অন্য কােন ব্যাক্তি জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন