সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৪:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ক্ষতিকর আম, চিংড়ী জব্দ, জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় ৭২০ কেজি রাসায়নিক মিশ্রিত আম এবং ক্ষতিকর জেলি পুশকৃত ৪০৯ কেজি বাগদা চিংড়ী জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।    

শুক্রবার বিকালে এন এস আইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে আশাশুনি মৎস্যকাটি থেকে আসা মাছ ভর্তি ৫ টি ট্রাক ও ২টি ইঞ্জিন আটক করে ভ্রাম্যমান আদালত। আটকের পর পরীক্ষা করে ওই ট্রাক গুলো থেকে ১৭ ক্যারেট জেলি মিশ্রিত বাগদা চিংড়ী এবং ৩১ ক্যারেট রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়। চিংড়ীর ওজন ৪০৯ কেজি এবং আমের ওজন ৭২০ কেজি। পরে ভ্রাম্যমান আদালত আম ব্যবসায়ীতে ৩০ হাজার টাকা এবং দুই চিংড়ী ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসিত কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ট্রাকগুলো আটক করেছি। রাসায়নিক মিশ্রিত আম এবং ক্ষতিকর জেলি পুশকৃত বাগদা চিংড়ী জব্দ করা হয়। আমগুলো ট্রাক দিয়ে ডলে এবং চিংড়ীগুলো নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। সাতক্ষীরার আম ও মাছের সুখ্যাতি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন