
প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বর্তমানে পুরো উপজেলার গুরুত্বপুর্ন স্থানে পোষ্টারে ছেয়ে গেছে। এদিকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা, পোষ্টার প্রদর্শণ, মাইকিংসহ নানা কৌশলে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে, আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৭জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। গত ২ মে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মেজবাউল করিম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ঘোষনা করেন। প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়ার পর এখন উপজেলা ব্যাপি ভোটের আমেজে প্রান চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিন্দন্দ্বি প্রার্থীরা প্রতিক বরাদ্দ পেয়ে এখন ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে শুরু করেছেন। এছাড়া প্রতিদ্বদ্বি প্রার্থীদের সমর্থকরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীর ছবি ও মার্কা দিয়েও প্রচারণা করছেন।
এবার ভাইস চেয়ারম্যানদের পদে ভোটারদের মুখে মুখে পুরাতনের চেয়ে নতুনদের কদর বেশি শোনা যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান পদে ৩জন ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীসহ ৭জন প্রার্থী প্রতিক বরাদ্দ পান। তারা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) মার্কা, সিনিয়র প্রভাষক তোফায়েল হোসেন লিটন (ঘোড়া) মার্কা ও শ্রমিক লীগের সাবেক আহবায়ক রাশেদুল ইসলাম রাজা (মোটরসাইকেল) মার্কা। ভাইস চেয়রমম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি শানিনুর রহমান মন্টি (চশমা) মার্কা, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল) মার্কা, মহিলা ভাইস চেয়রম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা (হাঁস) মার্কা ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহি সদস্য ইশরাত জাহান কুইন (প্রজাপতি) মার্কা বরাদ্দ পেয়ে প্রতিদ্বদ্বি প্রার্থী প্রচারণায় নেমেছেন।
উপজেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ জানান, আগামী ২১ মে অত্র উপজেলা পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রন্তুতি নেয়া হয়েছে।
মন্তব্য করুন