
প্রকাশিত: ১২ মে, ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিখিল বর্মন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মে) দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিখিল বর্মন অলন বর্মনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, রবিবার দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় সদরের রহিমানপুর ইউনিয়নে মোলানীপাড়া এলাকার বাসিন্দা অনল বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলা ক্ষেতে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে নিখিল বর্মনের মৃত্যু হয় এবং সাথে থাকা তার ভাই অকুল বর্মন দৌড়ে বাড়িতে আত্বরক্ষা করে।
পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন