
প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৯:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
১৯৮৭ সালে অষ্টম শ্রেণি পাশ করে বাংলাদেশ পুলিশে চাকরি পান আব্দুস ছামাদ। চাকরির মেয়াদও শেষের দিকে, অবসরজীবন শুরু হতে বাকি মাত্র ২ বছর ১০ মাস। তিনি ৩৭ বছরের চাকরি জীবনে এসে অনিন্দ্যসুন্দর অনুপ্রেরণা দিলেন।
বগুড়ায় কর্মরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আব্দুস ছামাদ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে পাস করেছেন। তার সাফল্যকে অনুপ্রেরণা উল্লেখ করে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
রোববার (১২ মে) প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পুলিশ সদস্য আব্দুস ছামাদের এই সাফল্যের বিষয়টি জানা যায়। তিনি দুই বছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে এ বছর ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন।
জীবনযুদ্ধে পিছিয়ে পড়াদের অনন্য অনুপ্রেরণা ট্রাফিক কনস্টেবলের বাজিমাতের খবরে তার কর্মস্থল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার আব্দুস ছামাদকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে মিষ্টি মুখ করান।
পুলিশ কনস্টেবলের এই অর্জনকে ছোট বড় সকলের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেছেন তার সহকর্মীরা। তিনি ইতিমধ্যে হোমিও প্যাথির চিকিৎসা শাস্ত্র পড়াশোনার মাধ্যমে আয়ত্ত করেছেন। বগুড়া হোমিও কলেজে ডিপ্লোমাতে ভর্তি হয়ে অবসরের পর শেষ জীবনের শেষ সময়টুকু সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে কাটিয়ে দিতে চান।
পুলিশ কনস্টেবল আব্দুস ছামাদ রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। তার ব্যক্তি জীবনে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছে। বড় পুত্র ঢাকায় এবং কন্যা বিবিএ পড়া অবস্থায় বিয়ে হয়। ছোট ছেলে ইলেক্ট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করছেন।
জানা গেছে, আব্দুস ছামাদ গত দু মাস হলো বগুড়ার কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলেন। ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ার সুবাদে নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। পরীক্ষার রেজাল্টের আগেই তার বগুড়ায় বদলি হয়।
এসএসসি পরীক্ষায় পাস করা ৫৭ বছর বয়সী আব্দুস ছামাদ বলেন, চাকরির শেষে অবসর সময় বসে না থেকে কিছু করতে চাই। এ জন্য নতুন করে পড়ালেখা শুরু করি। এসএসসি পাস দিয়েছি, এবার এইচএসসি পাশের জন্য বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হতে চাই।
মন্তব্য করুন