ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৫:২৭ পিএম

অনলাইন সংস্করণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে অংশীজনের অংশগ্রহণে সভা

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ ও কো-কারিকুলার এক্টিভিটিজ এরাউন্ড সিএসই ডিসিপ্লিন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সপ্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের প্রাক্তন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা সেমিনারে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে চাই সেন্টার অব এক্সিলেন্স (জ্ঞানের আধার) হিসেবে। আর সে জায়গায় পৌছুঁতে হলে শিক্ষক শিক্ষার্থীদের দক্ষতার কোনো বিকল্প নেই। কায়কোবাদ স্যারের মতো গুণীজনদের সংস্পর্শে এসে তাঁদের থেকে অভিজ্ঞতাগুলো আহরণ করে নিতে হবে।

 

মন্তব্য করুন