
প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে ও দখলদার ইজরায়েলকে উচ্ছেদের দাবীতে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলনে সংহতি জ্ঞাপন ও দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ জোলা শহরে একটি বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগঠনটি।
বুধবার (১৫ মে) বিকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক ছাত্র নেতা শারমিন সুলতানার সভাপতিত্বে আগত বক্তারা বলেন, ফিলিস্তিনে মার্কিন রাষ্ট্রগুলির প্রত্যক্ষ মদদে ইসরাইলের দখলদার বাহিনী শিশু ও নারীদের ধর্ষন ও গণহত্যা চালাচ্ছে। আফগানিস্থান, ইরাক, লিবিয়া দখল করে খনিজ সম্পদ লুণ্ঠন করে নিঃশেষ করে দিয়ে আজ আবার নিত্য নতুন দেশ দখলের পাঁয়তারা করে বিশ্ব যুদ্ধের উন্মাদনা তৈরী করছে।
কোটি কোটি মানুষকে আজ অর্ধাহারে-অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। এই দেশগুলির হাতে আমাদের প্রিয় বাংলাদেশও আজ নিরাপদ নয়। আজ বাংলাদেশসহ সমগ্র বিশ্ববাসীকে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলী জায়নবাদসহ সমস্ত পুঁজিবাদী, সাম্রাজ্যবাদীদের শক্তির বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
মন্তব্য করুন