কক্সবাজার ব্যূুরো

প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৬:১৩ পিএম

অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে আরসার ৪ সদস্য হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) শীর্ষ চার সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। এ সময় বিপুল পরিমান বিপুল পরিমাণ হ্যান্ডগ্রেনেড, ওয়াকি-টকি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

রবিবার (১৯ মে) ভোর রাতে উখিয়ার ক্যাম্প-২০ এলাকার পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৭ এইস ব্লকের বাসিন্দা আমির হোসেন (২৯), জিয়াউর রহমান (৩২), সৈয়দুল আমিন (৩০)  মো. হারুন (২২)।

রবিবার সোয়া ৩ টায় সময় উখিয়া ১৪ এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, রোহিঙ্গা ক্যাম্প নাশকতার লক্ষ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) শীর্ষ চার সন্ত্রাসী বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ- হ্যান্ডগ্রেনেডসহ অবস্থান করছে। এমন খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর এস-১, বি-৭ ব্লকস্থ কাটা তারের বাইরে পেয়ারা বাগান পাহাড়ে অভিযান চালায়। রাত ২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত আরসা সন্ত্রাসী ও এপিবিএন পুলিশের সাথে গুলিবিনিময়ের পর  আরসার চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এসময় ১ জন পুলিশ সদস্য আহত হন। আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান (এলজি), ৪টি মাঝারি সাইজের ওয়ান শুটার গান (এলজি), ১টি দেশীয় তৈরি এমএমজি সাদৃশ্য ওয়ান শুটার গান, দুইটি লম্বা কিরিচ, ৪টি হ্যান্ডগ্রেনেড, ৬ রাউন্ড রাইফেলের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড কার্তুজ, ১১ টি গুলির খোশা ও ২ টি কার্তুজের খোশা, হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত ২ প্যাকেট লোহার বল, ২টি ওয়াকিটকি চার্জার।

‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে ১৫ মে উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মন্তব্য করুন