মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০১:৫৬ এ এম

অনলাইন সংস্করণ

টঙ্গীবাড়িতে আরিফ হালদার ও লৌহজংয়ে বিএম শোয়েব নির্বাচিত

ছবি: রূপালী বাংলাদেশ

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মো. আরিফুল ইসলাম হালদার ও লৌহজং উপজেলায় বিএম শোয়েব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। 

লৌহজং উপজেলায় পরিষদের নির্বাচনে একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন তিনজন চেয়ারম্যান প্রার্থী। তাদের মধ্যে দোয়াত কলম প্রতীকের প্রার্থী বিএম শোয়েব ৫৬ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীক প্রার্থী আব্দুর রশিদ শিকদার ৩৫ হাজার ৬৫৩ ভোট পেয়েছেন। এতে তিনি ২০ হাজার ৮১৪ ভোটে কম পেয়ে বিএম শোয়েবের কাছে পরাজিত হন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কলস প্রতীক প্রার্থী তানিমা আফরোজ ও পুরুষ ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীক প্রার্থী মো. জামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন।

অন্যদিকে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয়জন চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে ৪০ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন হেলিকপ্টর প্রতীকের মো. আরিফুল ইসলাম হালদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিজ প্রতীক প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ পেয়েছেন ৩০ হাজার ৪১৫ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রজাপতি প্রতীক প্রার্থী আকলিমা আক্তার ও পুরুষ ভাইস চেয়ারম্যান তালা প্রতীকের নাহিদ খান বেসরকারিভাবে নির্বাচিত হন।

মন্তব্য করুন