
প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০৪:০১ এ এম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মোটর সাইকেল প্রতীকে ৮৮ হাজার ১শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নবী নেওয়াজ খাঁন বিনু হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮ শত ৬১ ভোট। দুই জনের ভোটের ব্যাবধান ৬৬ হাজার ৩শত ৩১।
অপর দিকে বেসরকারি ফলাফলে তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি । তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১ শত ৩১ ভোট।
তার এক মাত্র প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্জিত কুমার কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬ শত ২৭ ভোট। তাদের দু'জনের ভোটের ব্যাবধান মাত্র ৪ হাজার ৫ শত ৪ টি।
মন্তব্য করুন