
প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হেলথ্; এইড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার মানিকদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার মো. শাহেদ কামাল, ডাক্তার সাবিয়া সুলতানা, হেলথ্ধসঢ়; এইড ডায়াগনস্টিক সের্ন্টার চেয়ারম্যান মো. শাহীন আলম লিটন, ব্যবস্থাপনা পরিচালক, রাকিবুল ইসলাম সুমন, পরিচালক ডাবলু আক্তার শাওন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে ডাক্তার পরামর্শ, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ, ডায়বেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করে হেলথ; এইড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোছা. মিতা আক্তার লিজা। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্য়ক্রমে সহযোগিতায় ছিলেন, শারমিন আক্তার, আফরোজা খাতুন, রনি ইসলাম, তানভীর, আদর, শিমুল। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শ করেন, গণমাধ্যম কর্মী রাজু আহম্মেদ, আহাদ আলী নয়ন ও দৌলতপুর ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সবুর মোল্লা। ফ্রি মেডিকেল ক্যাম্পে দৌলতপুরের বিভিন্ন এলাকার কয়েক শত নারী পুরুষ চিকিৎসা সেবা নেন।
মন্তব্য করুন