
প্রকাশিত: ৩১ মে, ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে অগ্রহণযোগ্য আয়ের উৎস থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
দুর্নীতি দমন কমিশনের অনুমতি প্রাপ্ত হয়ে দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে গত বৃহস্পতিবার বরগুনা জজ কোর্টে মামলা মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নেজারত শাখার নাজির হিসাবে কর্মরত থাকা মোহাম্মদ মাসুদ আল করিম। তিনি বর্তমানে একই কার্যালয়ে ট্রেজারী বিভাগের অফিস সহকারী হিসেবে কর্মরত আছে। মামলার অন্য আসামি তার স্ত্রী খাদিজা আক্তার।
দুদক তার মামলার অভিযোগে উল্লেখ করেন, পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের অনুসন্ধান কালে মাসুদ তার আয়ের হিসাবের গ্রহণযোগ্য আয় উল্লেখ করেন ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। যেখানে তার নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ এবং তার স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। দুদক অনুসন্ধান কালে সেখানে ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে নাজির মাসুদ আল করিমের নামে ও তার স্ত্রী খাদিজা আক্তারের নামে নিট সম্পদ পেয়েছে ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা। সেখান থেকে তিনি পারিবারিক আয় দেখিয়েছেন ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা। তদন্ত কালে দুদক সব মিলিয়ে সাবেক নাজির মাসুদ আল করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের কাছে ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা পাওয়া গেছে। তার জ্ঞাত আয়ের ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকার বিপরীতে অসঙ্গতিপূর্ণ আয় হিসেবে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা পাওয়া গেছে। এছাড়াও তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার হিসাব গোপন রেখে মিথ্যা তথ্য প্রদান করেন।
এব্যাপার মোহাম্মদ মাসুদ আল করিম বলেন দুদকের কাছে তিনি সকল তথ্য ও সম্পদের হিসেব দিয়েছেন। মামলার বিষয়ে তিনি আদালতে আইনী লড়াই চালিয়ে যাবেন।
মন্তব্য করুন