
প্রকাশিত: ৭ জুন, ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে বিক্ষুব্ধ জনগণ শাহজাহান আলী (৩৮) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত ভুয়া ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
শুক্রবার (৭ জুন) বেলা দু’টায় গোবিন্দগঞ্জ থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধার সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নাকাইহাট বাজারের দন্ত চিকিৎক জয়চন্দ্র বর্মনের (২৪) নিকট বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে শাহজাহান আলী নিজেকে বি এম এন্ড ডিসি’র ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। এ সময় সে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে। এতে সন্দেহ হলে
জয়চন্দ্র স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। এ ঘটনায় ব্যবসায়ী মহলসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষুব্ধরা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
সি-সার্কেল উদয় কুমার সাহা জানান, ৯৯৯-এ মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া ম্যাজিস্ট্রেট বলে জানায়।
দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকায় ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে নীলফামারী জেলায় ডিডি এনএসআই এবং বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার পৃথক দুইটি মামলা বিচারাধীন রয়েছে। প্রেস ব্রিফিং শেষে শাহজাহান আলীকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন