নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৭:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জঙ্গি আস্তানার সন্ধান

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্ধেহে একটি মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিক অভিযানে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, তবে এখনও কাউকে আটক করা যায়নি।

শনিবার সকাল থেকে জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ওই মাছের খামারটি ঘিরে রাখা হয়েছে।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ওই এলাকার প্রফেসর আব্দুল মান্নানের ফিশারিতে জঙ্গি আস্তানা রয়েছে, গোপন  সংবাদ পেয়ে শুক্রবার রাত জায়গায়টি পুলিশ নজরদারিতে রাখে। পরে শনিবার সকাল থেকে জায়গায়টি ঘিরে ফেলা হয়। 

তিনি জানান, প্রাথমিকভাবে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে।

তিনি বলেন, ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এখনও ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মন্তব্য করুন