
প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। চতুর্থবারের মতো তিনি এ পুরস্কার অর্জন করেছেন।রোববার (৯ জুন) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সাজ্জাদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন
পুলিশ সুপার ছাইদুল হাসান। জানা গেছে, শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া অপরাধীদের আটক, মামলা গ্রহণ, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও বিচারে
সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে সাজ্জাদ হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, আমি চেষ্টা করেছি সবসময় মানুষকে সেবা দেওয়ার।
এছাড়া আমি সর্বদা মাদকের বিরুদ্ধে। এ পুরস্কার আমাকে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে। ২০২৩ সালের ৯ ডিসেম্বর সাজ্জাদ হোসেন শিবগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন। এরইমধ্যে চারবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন তিনি।
মন্তব্য করুন