
প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
পাবনার ফরিদপুর উপজেলা হাসপাতালে ভর্তি ১২ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জল হোসেন মোফা(৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে। মোফাজ্জল ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের আজাহার আলীর ছেলে।
ফরিদপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার(৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে মোফাজ্জল হোসেন নামের ওই যুবক সউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং মহিলা ওয়ার্ডে প্রবেশ করে। এরপর সে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নাবালিকা কে
ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে বেডে থাকা তার মা এবং অন্যান রোগীর স্বজনরা ওই ব্যক্তিকে আটক করে।
এব্যাপারে কর্তব্যরত ডাঃ বিজুক খাতুন হাসপাতালের ইউএইচএ ডা. মনজুর রহমানকে জানান। ইউএইচএ সোমবার সকালে ফরিদপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানান। পরে পুলিশ এসে মোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন