
প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
তদন্ত ও অপরাধ দমনে খুলনা বিভাগের সেরা হয়েছে যশোর জেলা। একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন যশোরের প্রলয় কুমার জোয়ারদার। সোমবার খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ নির্ধারণ ও পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। পুলিশ সুপারসহ জেলার আরও আট পুলিশ সদস্য এবং একজন মহল্লাদারকে পুরস্কার দেয়া হয়েছে। যশোর পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারি ও মে মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার। এছাড়াও যশোর জেলার আরও পুলিশ কর্মকর্তা পুরস্কার গ্রহণ করেন। এরা হলেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী আব্দুল মান্নান, জেলা গোয়েন্দা শাখার এসআই খান মাইনুল ইসলাম রাজিব, বেনাপোল পোর্ট থানার এসআই লিখন কুমার সরকার, বেনাপোল পোর্ট থানার এএসআই আবুল বাশার এবং বাগআঁচড়া ইউনিয়নের গ্রাম পুলিশ শাকিলা খাতুন।সভায় ডিআইজি মঈনুল হক আসন্ন পবিত্র ঈদ-উল আযহা সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন কম্যান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদার, আরআরএফ খুলনার নিজামুল হক মোল্যা, এ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জয়দেব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) হাসানুজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন