
প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রান্তিক কৃষক কৃষানীদের মাঝে কৃষি প্রনোদনার আওতায় বিনামূলে উপশি জাতের রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার সুবিধাভোগি ১ হাজার ১০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রানীসম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রানী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, আব্দুস সালাম, কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলামসহ কৃষি অফিসের ব্লক সংশ্লিষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আদমদীঘি উপজেলার রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রমোদনার আওতায় অত্র উপজেলায় ১ হাজার ১০০ কৃষক ও কৃষানীদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে উপশি জাতের রোপা আমন ধান বীজ, ৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদাণ করা হয়।
মন্তব্য করুন