
প্রকাশিত: ১৪ জুন, ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক মো: ফজলুল করিম মিঠু মিয়া। শুক্রবার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নে তেওয়ারীপুর গ্রামে তার নিজ বাড়ীর মাঠে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া শাহাবুদ্দীন কামিল মাদ্রাসার সভাপতি মোয়াজ্জেম হোসেন নিউটন মিয়া, ইউপি সদস্য আলী হোসেন খন্দকার, আ’লীগ নেতা দেলওয়ার হোসেন রত্তন, রিয়াজুল ইসলাম রিপন মিয়া, সমাজা সেবক মুফতি আতিকুর রহমান, শিক্ষক জাকির হোসেন মিয়া, আমিনুল ইসলাম, হাচান আলী মোল্লা, সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম ও সেলিম মিয়া প্রমূখ।
মন্তব্য করুন